আর্কাইভ থেকে অর্থনীতি

ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ

ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান নিয়োগ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকা মো. ফয়জুল ইসলামকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ট্যারিফ কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান  ১৯৯১ সালে  কাস্টমস ক্যাডারের একজন সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসের নবম ব্যাচের ক্যাডার সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। আহমেদ মুনিরুছ সালেহীন , ২০০৯ সালে  উপসচিব হিসেবে পদোন্নতি পেয়ে প্রাইভেটাইজেশন কমিশনে কাজ করেন। এরপর অর্থবিভাগে উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ৫ মে ২০২০ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন। ২০২২ সালে পদোন্নতি পেয়ে তিনি সিনিয়র সচিব হন। উল্লেখ্য, ১৯৬৫ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শাঁখচূড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও দেশ এবং দেশের বাইরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ট্যারিফ | কমিশনে | নতুন | চেয়ারম্যান | নিয়োগ