আর্কাইভ থেকে বাংলাদেশ

রাশিয়ার জেনারেলদের হত্যায় মার্কিন সহায়তা!

রাশিয়ার জেনারেলদের হত্যায় মার্কিন সহায়তা!

মার্কিন গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইউক্রেনীয়রা রুশ জেনারেলদের হত্যা করছে। যুদ্ধ যখন চলছে তখন যুদ্ধক্ষেত্রে রাশিয়ান জেনারেলদের টার্গেটে পরিণত করতে সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইউক্রেনীয় কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত ১২ রুশ জেনারেলকে হত্যা করেছে ইউক্রেনীয়রা। বিষয়টি অবাক করেছে সামরিক বিশেষজ্ঞদের। 

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়ান সামরিক সদর দপ্তরের অবস্থান এবং টেলিফোন নজরদারি ব্যবহার করে প্রথমে ইউক্রেনীয়দের জানায় মার্কিনরা। এসব তথ্য পর্যালোচনা করে রাশিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের অবস্থান নিশ্চিত করা হয়। পরে চিহ্নিত এসব জেনারেলদের ওপর হামলা করে ইউক্রেনীয়রা। তবে এ পর্যন্ত কতজনকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে জানায়নি যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা ইউক্রেন যুদ্ধে বিশেষ ভূমিকা রাখছে। প্রতিনিয়ত তারা নতুন নতুন টার্গেট চিহ্নিত করছে।

 

অনন্যা চৈতি

এ সম্পর্কিত আরও পড়ুন রাশিয়ার | জেনারেলদের | হত্যায় | মার্কিন | সহায়তা