বিরোধী ডেমোক্র্যাটিক পার্টিকে 'উগ্র বামপন্থী' আখ্যা দিয়ে দলটির নেতা-কর্মীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। এমনকি উগ্র বামপন্থীদের। যারা আমাদের দেশকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করে ব্যর্থ হচ্ছে।’
নিজের ট্রুথ সোশ্যালসহ অন্যান্য যোগাযোগ মাধ্যমে ট্রাম্প আরও বলেছেন, ‘আমাদের আর খোলা সীমান্ত নেই, নারীদের খেলাধুলায় পুরুষ, উন্মুক্ত ট্রান্সজেন্ডার, অথবা দুর্বল আইন প্রয়োগকারী সংস্থা নেই। আমাদের যা আছে তা হলো: রেকর্ড স্টক মার্কেট, কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন অপরাধের সংখ্যা।’
এসএইচ//