আর্কাইভ থেকে ফুটবল

১৭ বছর পর পেনাল্টি গোলহীন বছর কাটালেন মেসি

১৭ বছর পর পেনাল্টি গোলহীন বছর কাটালেন মেসি
জীবনে দ্বিতীয়বারের মতো পেনাল্টি থেকে গোল করা ছাড়া বছর কাটালেন লিওনেল মেসি। এ বছর সব মিলিয়ে ৪৫ ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন তারকা। যেখানে তার গোল সংখ্যা ২৮ টি। এরমধ্যে পিএসজির হয়ে ৯ টি, ইন্টার মায়ামির জার্সিতে ১১টি এবং আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ৮টি। তবে মেসির এসব গোলের মধ্যে কোনোটিই পেনাল্টি থেকে ছিলোনা। অর্থাৎ ২০২৩ ক্যালেন্ডারের লিও পেনাল্টি থেকে কোনো গোল করেননি। কিন্তু এমনটি নয় যে ৮ বারের ব্যালন জয়ী তারকা পেনাল্টি থেকে স্পট কিক নিতে গিয়ে তা মিস করেছেন। মূলত এ বছর কোনো পেনাল্টিই নেননি তিনি। আর এ ঘটনা মেসির ক্যারিয়ারে ঘটল ১৭ বছর পর। এর আগে সর্বশেষ ২০০৬ সালে পেনাল্টিতে কোনো গোল ছাড়া বছর শেষ করেছিলেন তিনি। ২০০৭ সাল থেকে প্রতি মৌসুমেই পেনাল্টি থেকে গোল করেছেন মেসি। এর মধ্যে ২০১২ সালে সব থেকে বেশি পেনাল্টি থেকে গোল করেছেন লিও। বছর মেসি করেছিলেন ১৪ গোল। এছাড়াও ২০১৭ সালে পেনাল্টি থেকে ১০ গোল করেছিলেন লিও। যা তার ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ। আর সবশেষ ২০২২ সালে পেনাল্টি থেকে সবমিলিয়ে ৬ গোল করেছিলেন মেসি। যার ৪টি ছিলো কাতার বিশ্বকাপে। এমনকি বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষেও পেনাল্টি পেয়ে গোল করেছিলেন মেসি। যা এখন পর্যন্ত মেসির ক্যারিয়ারে করা সর্বশেষ পেনাল্টি গোল।  

এ সম্পর্কিত আরও পড়ুন ১৭ | বছর | পেনাল্টি | গোলহীন | বছর | কাটালেন | মেসি