আর্কাইভ থেকে বাংলাদেশ

আয় বেড়েছে বলেই খালি পায়ে নেই কেউ : প্রতিমন্ত্রী

আয় বেড়েছে বলেই খালি পায়ে নেই কেউ : প্রতিমন্ত্রী

আমাদের হিসেবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বেড়েছে  বলেই এবার ঈদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। গ্রামেও প্রত্যেকের হাতে মোবাইল, কেউ খালি পায়ে নেই। রিয়াল (প্রকৃত) আয় বেড়েছে। বললেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

আজ মঙ্গলবার (১০ মে) একনেক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, গত অর্থবছরে ছিল ২ হাজার ৫৯১ ডলার উল্লেখ করে বলেন, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৮২৪ মার্কিন ডলার যৌক্তিক। এটাও ঠিক আছে।

এ ছাড়াও তিনি বলেন, গ্রামে মূল্যস্ফীতি বেশি, কারণ গ্রামে ডিমান্ড বেশি। শ্রমিকের ঘাটতি আছে। গার্ন্টেসগুলো নারী শ্রমিক পাচ্ছে না।বৈষম্য আছে, পৃথিবীর সব দেশেই এটা আছে। তবে ধীরে ধীরে বৈষম্য কমে আসবে।

এর আগেও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ২০২১-২২ অর্থবছরে (মাথাপিছু আয় বেড়ে) ২ হাজার ৮২৪ মার্কিন ডলার, যা টাকার হিসাবে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরে ২০-২১ যা ছিল ২ হাজার ৫৯১ মার্কিন বা ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে অর্থবছরের প্রবৃদ্ধি ৭ দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন আয় | বেড়েছে | বলেই | খালি | পায়ে | নেই | কেউ | | প্রতিমন্ত্রী