আর্কাইভ থেকে বাংলাদেশ

কুমিল্লার এলডিপির মহাসচিবের জামিন নামঞ্জুর

কুমিল্লার এলডিপির মহাসচিবের জামিন নামঞ্জুর

কুমিল্লার চান্দিনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ কর্মীর ওপর গুলির ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১০ মে) দুপুরে বাদীপক্ষের আইনজীবী শাহজালাল মিয়া শিপন এ তথ্য নিশ্চিত করেন। 

আইনজীবী জানান, দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৭ এ ড. রেদোয়ান আহমেদসহ চারজনের জামিনের আবেদন করা হয়। এরপরই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিক জামিন আবেদন নামঞ্জুর করেন।

মিয়া শিপন জানান, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ঈদপুনর্মিলনীর অনুষ্ঠানে  সাবেক প্রতিমন্ত্রী ও এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে গুলি চালানো হয়। আদালত যুক্তিতর্ক আমলে নিয়ে রেদোয়ান আহমেদসহ আরও তিন আসামির জামিন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, সোমবার (৯ মে) বিকেল ৪টায় চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ ক্যাম্পাস-২ মমতাজ আহমেদ ভবন এ কলেজ ছাত্রলীগ ও পৌর এলডিপি পাল্টাপাল্টি ঈদপুনর্মিলনীর আয়োজন করেন। এতে দুই ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছে।

এদিকে গুলিবর্ষণের ঘটনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার (৯ মে) সন্ধ্যায় কুমিল্লার চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আখলাকুর রহমান জুয়েল বাদী হয়ে মামলাটি করেন।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন কুমিল্লার | এলডিপির | মহাসচিবের | জামিন | নামঞ্জুর