বাংলাদেশ

নরসিংদীতে ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত

নরসিংদীতে সদর উপজেলার চিনিসপুরের ঘোড়াদিয়া পরিত্যক্ত ডোবা এলাকা হতে জেলা কারাগার থেকে লুন্ঠন করা ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মোসলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে নরসিংদী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্প এর লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সদর মডেল থানার  কর্মকর্তা (ওসি তদন্ত ) সামিউল হক এর নিকট এসব গোলাবারুদ হস্তান্তর করেন।

এ সময় লে: কর্ণেল মোহাম্মদ ফাহিম মাহবুব সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নরসিংদী সদর উপজেলার চিনিসপুর ঘোড়াদিয়া 

গ্রামের পরিত্যাক্ত ডোবা এলাকায় কিছু গোলাবারুদ রয়েছে। যেখানে রাতের বেলা লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায়। ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদ এর নেতৃত্বে ২৮ ইষ্ট বেঙ্গলের একটি বিশেষ টহল দল সেখানে গিয়ে একটি ভাঙ্গা এ্যামুনেশন বক্সসহ ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করে। 

উল্লেখ্য, গত ১৯ জুলাই জেলা কারাগার হতে লুট হওয়া গোলাবারুদ হতে পারে বলে ধারনা করা হচ্ছে। 

এএম/

 

এ সম্পর্কিত আরও পড়ুন গোলাবারুদ | সেনাবাহিনী