জাতীয়

ট্রেনে আগুন: বিচার বিভাগীয় তদন্ত চায় ফ্রান্স

ট্রেনে আগুন: বিচার বিভাগীয় তদন্ত চায় ফ্রান্স
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। সেই সঙ্গে এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি। শনিবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ট্রেনে নাশকতার ঘটনায় শোক জানানোর পাশাপাশি এ দাবি জানান তিনি। পোস্টে ফ্রান্স রাষ্ট্রদূত বলেন, ‘দুর্ভাগ্যবশত আগেই বলা হয়েছে, কোথাও সহিংসতা বাড়ছে না। নিহত চারজনের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা। নতুন এই ট্র্যাজেডির পর বিচার বিভাগীয় তদন্তের ফলাফল জানতে আগ্রহী।’ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে থমথমে হয়ে উঠেছে রাজধানী। একদিকে হরতালের মতো কর্মসূচি ঘোষণা করছে বিএনপি-জামায়াত, অন্যদিকে বাস-ট্রেনে নাশকতার ঘটনাও বাড়ছে। অন্যদিকে, শুক্রবার (৫ জানুয়ারি) রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে দগ্ধ কয়েকজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এদিকে, ট্রেনে নাশকতার পর রাতেই গোপীবাগের কাছাকাছি একটি বস্তি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও ঘটনার তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।  

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রেনে | আগুন | বিচার | বিভাগীয় | তদন্ত | চায় | ফ্রান্স