দেশজুড়ে

কুড়িগ্রামে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

কুড়িগ্রামে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। রোববার (৭ জানুয়ারি) সকাল থেকে ভোট কেন্দ্রে কিছুটা ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বেড়ে যাওয়ায় উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছে। এই আসনটি ফুলবাড়ী, রাজারহাট ও কুড়িগ্রাম সদর নিয়ে গঠিত। মোট ভোট সংখ্যা ৫ লাখ ৬৭ হাজার ২০২ জন। এর মধ্যে ফুলবাড়ী উপজেলায় মোট ভোট সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৭১১ জন। এ আসনটিতে আওয়ামীলীগের প্রার্থী না থাকায় মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল মার্কা বর্তমান এমপি পনির উদ্দিন আহমেদ ও ঢাকাস্থ পঙ্গু (নিটোর) হাসপাতালের সাবেক পরিচালক ট্রাক মার্কা প্রার্থী বীরমুক্তিযোদ্ধা  প্রফেসর ডাঃ হামিদুল হক খন্দকারের মধ্যে। সার্বক্ষনিক ভাবে ফুলবাড়ী উপজেলার ৫০ টি ভোট কেন্দ্রে গুলোতে নজরদারীতে ছিল পুলিশ, ২ প্লাটুন বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন। তাছাড়া ভোটগ্রহণ চলা সময়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)  প্রানকৃষ্ণ দেবনাথ জানিয়েছেন শান্তিপূর্ণভাবে গ্রহণ সম্পূর্ণ হয়েছে। সেই সাথে এ উপজেলায় মোট ৫০ টি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সিব্বির আহমেদ জানিয়েছেন শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। এখন চলছে গণনা। আশা করছি শান্তিপূর্ণ ভাবে ভোট গণনা সম্পূর্ণ শেষে ফলাফল প্রকাশ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামে | শান্তিপূর্ণ | ভাবে | ভোট | গ্রহণ | শেষ | চলছে | গণনা