জাতীয়

নরসিংদী-৩ আসনের ভোটকেন্দ্রে ভাঙচুর, ছিনতাই ব্যালট পেপার

নরসিংদী-৩ আসনের ভোটকেন্দ্রে ভাঙচুর, ছিনতাই ব্যালট পেপার
নরসিংদীর শিবপুরে ভোটকেন্দ্র দুলালপুর ফাজিল ডিগ্রি মাদরাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ভাঙচুরের সময়ে কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে নেয় তারা। এ সময় বাধা দিলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়। রোববার (৭ জানুয়ারি) দুপুরে হামলা ও ভাংচুরের পর কেন্দ্রের ভোট বাতিল করে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্য পর পর ৬ রাউন্ড গুলির্বষণ করেন। ওই সময় ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. রেজাউল হাসান বলেন, রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে ৫০-৬০ জন লোক হঠাৎ কেন্দ্রের ভেতরে ঢুকে ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে তারা আমাদের মারধর ও ভাঙচুর চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যদের গুলি করার নির্দেশ দেওয়া হয়। পরে ৬ রাউন্ড ফাঁকা গুলির্বষণ করলে তারা পালিয়ে যায়। এ সময় তাদের হামলা থেকে বাঁচতে আমরা দরজা বন্ধ করে দেই। ঘটনার পর নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম ও নরসিংদী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলার বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন নরসিংদী৩ | আসনের | ভোটকেন্দ্রে | ভাঙচুর | ছিনতাই | ব্যালট | পেপার