আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনা নেগেটিভ সাকিব, নতুন সিদ্ধান্তের অপেক্ষায় বোর্ড

করোনা নেগেটিভ সাকিব, নতুন সিদ্ধান্তের অপেক্ষায় বোর্ড

করোনা পরীক্ষায় নেগেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম ম্যাচে অংশ নিতে পারেন তিনি। যদিও তার অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এখনো।

টেস্ট সিরিজ শুরুর ঠিক আগ মুহূর্তে বাংলাদেশ বড় ধাক্কা খেয়েছিলো। করোনাভাইরাস পরীক্ষার ফল পজিটিভ এসেছিল সাকিব আল হাসানের। বাংলাদেশ দল চট্টগ্রামে পাড়ি জমালেও সাকিব অবস্থান করছিলেন যুক্তরাষ্ট্রে। তাই খানিক বিলম্বে চট্টগ্রামে দলের সাথে যোগ দেওয়ার কথা ছিলো। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তখন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, সাকিব আইসোলেশনে রয়েছেন এবং প্রথম টেস্ট থেকে ছিটকে পড়েছেন।

সাকিবের করোনা নেগেটিভ হওয়ায় সম্ভাবনা জেগেছে তার চট্টগ্রাম টেস্টে খেলা নিয়ে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | নেগেটিভ | সাকিব | নতুন | সিদ্ধান্তের | অপেক্ষায় | বোর্ড