আর্কাইভ থেকে বাংলাদেশ

পি কে হালদারের পাচারকৃত অর্থ ফেরত আনা হবে: অ্যাটর্নি জেনারেল

পি কে হালদারের পাচারকৃত অর্থ ফেরত আনা হবে: অ্যাটর্নি জেনারেল

পি কে হালদারের পাচার করা টাকাটা আমাদের। ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে। এছাড়াও একটা চুক্তি আছে এমএলএফ। এর মাধ্যমে আমরা টাকাটা ফেরত আনার চেষ্টা করব। বললেন  অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন । 

রোববার (১৫ মে) দুপুর ১২টার দিকে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বাংলাদেশ সরকারের দেওয়া তথ্যেই ভারতে পি কে হালদার গ্রেপ্তার হয়েছেন বলে জানান এ এম আমিন উদ্দিন। বলেন, এটা একটা বড় সাফল্য।

তিনি বলেন, এর আগেও বাংলাদেশে টাকা ফেরত এসেছে। আরাফাত রহমান কোকোর টাকা, যেটা সিঙ্গাপুরে ছিল। পি কে হালদারের টাকাটা যেহেতু আটকানো গেছে, আশা করি দ্রুতই এ টাকা ফেরত আনতে পারব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ এম আমিন উদ্দিন বলেন, পি কে হালদার দেশে ফেরত আসুক না-আসুক সেটা বিষয় নয়, মামলার বিচার কিন্তু স্বাভাবিক নিয়মে শুরু হয়ে গেছে। মামলা হওয়ার সঙ্গে সঙ্গে বিচার কার্যক্রমের একটা ধাপ তদন্ত পর্যায়ে আছে। এখন তাকে নিয়ে আসা হলে বিচারের সম্মুখীন করা হবে আর আনা না হলেও বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। যখন তাকে আনা হবে, তখন বিচারে যে রায় হবে, সেটা কার্যকর করা হবে।

দুদিনের অভিযানে শনিবার (১৪ মে) প্রশান্ত কুমার (পি কে) হালদার ধরা পড়েন ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) ফাঁদে। এ সময় পি কে হালদারের স্ত্রী ও ভাই প্রাণেশ হালদারসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। রোববার (১৫ মে) বারাসাতের আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে তাদের ১৭ মে পর্যন্ত ইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দেন বিচারক।

২০১৯ সালের ২২ অক্টেবর দুদকের আনুষ্ঠানিক চিঠি পাওয়ার দুই ঘণ্টা আগে যশোরের বেলাপোল সীমান্ত দিয়ে দেশ ছাড়েছিলেন পি কে হালদার।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন পি | কে | হালদারের | পাচারকৃত | অর্থ | ফেরত | আনা | হবে | অ্যাটর্নি | জেনারেল