আর্কাইভ থেকে এশিয়া

কাজাখস্তানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, চারজনের মৃত্যু

কাজাখস্তানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, চারজনের মৃত্যু

কাজাখস্তানে সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা গেছে অন্তত চারজন। গুরুতর আহত হয়েছে আরও দুইজন। কাজাখস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্স জানায়, এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, শনিবার রাজধানী নুর-সুলতান থেকে আলমাটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিলো এ-এন টোয়েন্টি সিক্স সামরিক উড়োজাহাজটি। অবতরণের আগ মুহূর্তে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটি। রানওয়ের শেষ প্রান্তে উড়োজাহাজটি বিস্ফোরিত হয়। এতে বিমানে থাকা ছয়জনের মধ্যে চারজন মারা যায়। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাশিয়ার ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কাজাখস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির অধীনে থাকা উড়োজাহাজটি সীমান্ত রক্ষীদের যাতায়াতে ব্যবহৃত হতো।

বিমানটি কাজাখস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মালিকানাধীন। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির অংশ এই বাহিনী।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বিমানটি উলটে গেছে এবং তাতে আগুন জ্বলছে। অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার স্থান থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন কাজাখস্তানে | সামরিক | উড়োজাহাজ | বিধ্বস্ত | চারজনের | মৃত্যু