জাতীয়

পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী হলেন সাবের হোসেন চৌধুরী

পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী হলেন সাবের হোসেন চৌধুরী
ঢাকা-৯ আসন থেকে জয়ী সাবের হোসেন চৌধুরী পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী হয়েছেন। একাদশ জাতীয় সংসদে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জনাব শাহাব উদ্দিন। সাবের হোসেন চৌধুরী এর আগে  আওয়ামী লীগ সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে  চট্টগ্রামের বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এবং পরবর্তীতে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়  এর উপ-মন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রীসভার সদস্যদের শপথ গ্রহণের পর ।  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। সাবের হোসেন চৌধুরী, ১৬ অক্টোবর ২০১৪ সালে  ২৮তম আন্তঃসংসদীয় ইউনিয়নের ( I.P.U) প্রেসিডেন্ট হিসেবে ৩ বছরের জন্য নির্বাচিত হন । তিনি প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বব্যাপী আন্তঃসংসদীয় ইউনিয়নের নেতৃত্বের সর্বোচ্চ পদে আসীন হন । অক্টোবর ২০১৭ সালে এ পদে তার মেয়াদ শেষ হয় । কিন্তু গনতন্ত্র, বৈশ্বিক শান্তি, এবং উন্নয়নের উপর তার অসামান্য অবদানের জন্য আন্তঃসংসদীয় ইউনিয়ন ( I.P.U) তাকে পুনরায় ৩ বছরের জন্য সম্মান সূচক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে। আন্তঃ সংসদীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাঁর ব্যতিক্রমী ও অসাধারণ নেতৃত্বের জন্য ২০১৭ এবং ২০১৮ সালে ,রাশিয়া এবং ভিয়েতনাম সাবের হোসেন চৌধুরীকে তাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ সন্মাননা প্রদান করে । এই অভূতপূর্ব সন্মাননা আইপিইউর ১২৮ বছরের ইতিহাসে প্রথম। একাদশতম জাতীয় সংসদে  তিনি চতুর্থ মেয়াদে সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন, এ সংসদে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য  ছিলেন। ১৯৯৬ -২০০১ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে  দায়ত্ব পালন করেন। তার অনুপ্রেরণামূলক দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্ব আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্যপদ লাভ (টেস্ট স্ট্যাটাস অর্জন) করে। তিনি  লন্ডন ইউনিভার্সিটির স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে রাজনীতি এবং অর্থনীতির উপর যৌথ সম্মাননা প্রাপ্ত একজন স্নাতক । এছাড়াও  ওয়েস্টমিনিস্টার বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ের উপর ডিপ্লোমা লাভ করেছেন এবং যুক্তরাজ্যের বারে প্রবেশের জন্য একাডেমিক পর্যায় সম্পন্ন করেছেন ।

এ সম্পর্কিত আরও পড়ুন পরিবেশ | ও | জলবায়ু | বিষয়ক | মন্ত্রী | সাবের | হোসেন | চৌধুরী