চট্টগ্রাম টেস্টে লাঞ্চ ব্রেক থেকে ফিরেই সাকিবের জোড়া উইকেট শিকার। পরপর দুই বলে সাজ ঘরে ফিরিয়েছেন মেনডিস এবং এমবুলডেনিয়াকে। আর লাঞ্চের আগে জোড়া উইকেট শিকার নাঈম হাসানের। ফিরিয়েছেন দিনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলাকে। এখন পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৮ উইকেটে সাড়ে তিনশো পাড় করলো শ্রীলঙ্কা।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে ব্যাট করছে শ্রীলঙ্কা। ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট শুরু করে লংকানরা। ক্রিজে আছেন দুই সিনিয়র ক্রিকেটার। প্রথমদিন সেঞ্চুরি তুলে নিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দিনেশ চান্দিমালও ফিফটির পথে। ম্যাথিউসকে ১১৯ রানে থামানোর সুযোগ আসে। ৯৪তম ওভারে খালিদের বল তার ব্যাটে লাগলেও আবেদন করেনি বাংলাদেশ।
অথচ জোড়ালো আবেদন করলেই ম্যাথিউসকে সাজঘরে পাঠানো যেতো। কিন্তু হেলায় সেই সুযোগ হারিয়েছে স্বাগতিকরা। আলট্রা এজে দেখা গেছে, বল ম্যাথুজের ব্যাট ছুঁয়ে কিপারের গ্লাভসে জমা পড়ে। টিভিতেও হালকা শোনা গেছে তার শব্দ।
প্রথম দিন লঙ্কানদের ৪ উইকেটের সবগুলো পেয়েছেন টাইগার স্পিনাররা। দুই পেসার শরিফুল-খালেদ, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ব্যর্থ উইকেট নিতে।
হাসিব মোহাম্মদ