আর্কাইভ থেকে বাংলাদেশ

হতাশ করলেন লিটন, বিস্ময়ের জন্ম দিলেন তামিম

হতাশ করলেন লিটন, বিস্ময়ের জন্ম দিলেন তামিম

শিরোনাম পড়ে যে কারোই দৃষ্টিভ্রম হওয়ার কথা। ক্যারিয়ারের তৃতীয় শতক থেকে মাত্র ১২ রান দূরে থাকতে মধ্যাহ্ন বিরতিতে  যায় বাংলাদেশ। তখনো লিটন কুমার দাসের ব্যক্তি সংগ্রহ ৮৮ রান। মাত্র ১২ রান করলেই ক্যারিয়ারের দ্বাদশ শতক করবেন তিনি। 

কিন্তু লাঞ্চ বিরতির পর উইকেটে এসেই নিজেকে বির্সজন দিলেন লিটন। কুশান রাজিথার উইকেটের বাইরের বলটি চার্জ করতে গিয়েই বিপদ ডেকে আনলেন দাস। আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেন তিনি। তার বিদায়ে মুশফিকের সাথে করা ১৬৪ রানের জুটি ভাঙে। 

অবাক করেছেন তামিম ইকবালও। রিটায়ার্ড হার্ট হয়ে তৃতীয় দিন (মঙ্গলবার) ১৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। চতুর্থ দিন (বুধবার) ব্যাট করতে নামেন তিনি। কিন্তু আগের করা ব্যক্তিগত ১৩৩ রানের সাথে আর কোনো রান যোগ করতে পারেননি তিনি।   

 

কুশান রাজিথার শিকার হয়ে ফিরেছেন প্যাভিলিয়নে। তামিমের ফিরে যাওয়ায় টেস্টে ব্যক্তিগত ৫  হাজার রানের মাইলফলক ছুঁতে পারেননি তিনি। কারণ এই রান করতে তার প্রয়োজন ছিলো মাত্র  ১৯ রান। 

হাসিব মোহাম্মদ 

এ সম্পর্কিত আরও পড়ুন হতাশ | লিটন | বিস্ময়ের | জন্ম | দিলেন | তামিম