আর্কাইভ থেকে দেশজুড়ে

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৩০ দোকান ছাই, কোটি টাকার ক্ষতি

লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৩০ দোকান ছাই, কোটি টাকার ক্ষতি

লক্ষ্মীপুরের রামগতিতে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

রোববার (১৪ মার্চ) সকালে উপজেলার আলেকজান্ডার বাজারে এ ঘটনা ঘটে।

রামগতির ফায়ার স্টেশনের ইনচার্জ খোকন মজুমদার জানান, রাত ৪টার দিকে তাহেরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানঘরগুলো কাঠ ও টিনের হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় জনগণের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারের ৩০টি দোকান পুড়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। অধিকাংশ ব্যবসায়ীই বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছেন। সরকার ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীকে সহযোগিতা না করে তা হলে তাদের পথে বসতে হবে।

রামগতির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল মোমেন জানান, আগুনের ঘটনা শুনেই পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থদের তালিকা সংগ্রহ করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের খুব দ্রুত প্রশাসনিকভাবে সহায়তা করা হবে জানান তিনি।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন লক্ষ্মীপুরে | আগুনে | পুড়ে | ৩০ | দোকান | ছাই | কোটি | টাকার | ক্ষতি