ক্রিকেট

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বাংলাদেশের বিশ্বকাপ শুরু

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বাংলাদেশের বিশ্বকাপ শুরু
শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আজ শনিবার (২০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। ২০২০ সালে প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে দেশের হয়ে প্রথম বড় কোন ট্রফি জয়ের স্বাদ নেয় যুবারা। যেখানে এখন পর্যন্ত বৈশ্বিক আসরে বড় কোন ট্রফি জিততে পারেনি সিনিয়র ক্রিকেটাররা। ২০২২ সালে শিরোপা ধরে রাখতে না পারলেও এবার আত্মবিশ্বাসের সাথেই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশের যুবারা।  গেল মাসেই ভারত-শ্রীলংকার মত শক্তিশালী দলকে হারিয়ে  প্রথমবার  এশিয়া কাপ ট্রফি  জয় করায় আত্মবিশ্বাসী  বাংলাদেশ যুব দল। বিশ্বকাপের আগে  নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে বৃষ্টি আইনে ১১২ রানে হারলেও দ্বিতীয় ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ। বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে নির্বাচক হান্নান সরকার বলেন, ‘আমাদের মূল লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা। প্রথমে আমরা সেমিফাইনাল নিশ্চিত করতে চাই। এরপর নকআউটের ম্যাচ জিততে পারলে, ফাইনাল খেলা নিশ্চিত হবে। দু’টি জয় আমাদের চ্যাম্পিয়ন করবে। চ্যাম্পিয়ন হওয়াই সবসময় মূল লক্ষ্য।’ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা। স্ট্যান্ড বাই : নাঈম আহমেদ, রিজান হোসেন, আশরাফুল হাসান, তানভির আহমেদ, একান্ত শেখ।

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতের | বিপক্ষে | ম্যাচ | দিয়ে | আজ | বাংলাদেশের | বিশ্বকাপ | শুরু