আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা প্রধানসহ নিহত ৪

ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা প্রধানসহ নিহত ৪
ইসরায়েলের মিসাইল হামলায় ইরানি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) সিরিয়া গোয়েন্দা প্রধান সহ চারজন নিহত হয়েছে। এ হামলায় সিরিয়ান সেনাবাহিনীর সদস্যরাও নিহত হয়েছে। তবে হামলার বিষয়ে ইসরায়েল কোন মন্তব্য করেনি। শনিবার (২০ জানুয়ারি)  সিরিয়ার রাজধানী দামস্কেতে ইসরায়েল এ হামলা চালায় বলে জানিয়েছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। মেহের নিউজ জানায়, এ হামলায় আইরাজিসির সিরিয়ার গোয়েন্দা প্রধান, তার ডেপুটি এবং তাদের আরও দুই সদস্য নিহত হন। হামলার জন্য ইসরায়েলকে দায়ি করে ইরান বলছে, বছরখানেক ধরেই ইসরায়েল সিরিয়ায় অবস্থিত ইরানি সামরিক অবস্থানে হামলা করে আসছে। এ হামলার পরিমান ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার পরে আরও বেড়ে গেছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পরে সেখানকার ক্ষমতাসীন বাসার আল আসাদ সরকারকে সহায়তা এবং বিদ্রোহীদের দমনের জন্য আইআরজিসির উর্ধ্বতন সামরিক কর্তারা সিরিয়ায় অবস্থা করছেন। শনিবারের এ হামলা রাজধানী দামেস্কের দক্ষিণ পশ্চিমাংশের মাজেহ এলাকায় চালানো হয়। এ এলাকায় একটি সামরিক বিমান বন্দর, ইরানের জাতিসংঘের প্রধান কার্যালয় এবং দূতাবাস রয়েছে। সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম আরব নিউজ এসেন্সি বলছে, ইসরায়েলের নিক্ষেপ করা বেশি কিছু মিসাইল তারা প্রতিহত করতে পারলেও। একটি মিসাইল তার লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে একটি ভবন ধ্বংস হওয়া সহ সামরিক ও বেসামরিক লোক নিহত হয়। প্রসঙ্গত ,এর আগে গেলো মাসে ইসরায়েলের চালানো আর এক হামলায়ও সিরিয়ায় অবস্থানকারী ইরানের এক সামরিক কর্মকর্তা নিহত হন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরায়েলের | হামলায় | ইরানের | গোয়েন্দা | প্রধানসহ | নিহত | ৪