বিশ্বব্যাংক থেকে ৭ হাজার ৭০০ কোটি টাকা সহায়তা পাবে বাংলাদেশ। এর মধ্যে ৩১৫ মিলিয়ন ডলার রোহিঙ্গাদের জন্য, আর বাকি ৩৮৫ মিলিয়ন ডলার রোহিঙ্গা ও আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য সফট লোন। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশে এ মুহূর্তে ৫৬ প্রকল্পে বিশ্বব্যাংকের ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আছে এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ভবিষ্যতে বাংলাদেশের সাথে কার্যক্রম আরো বৃদ্ধির কথা বলেছেন।
বিএনপি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘সমগ্র বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, কাজের আগ্রহ প্রকাশ করেছে—এসব দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’।
মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে বলেন, মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। একই সাথে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি ও মাদক ব্যবসা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রীকেও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে বাঙ্গালদেশকে সহায়তা দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের মহাসচিবের সাথে আলাপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পাশাপাশি গাজা সমস্যা সমাধানে মহাসচিবকে অনুরোধ করা হয়েছে। তিনি যে রাফাহ সীমান্তে গিয়ে দাঁড়িয়ে যুদ্ধ নিরসনের আহ্বান জানিয়েছিলেন সে জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছে।
প্রসঙ্গত, সংবাদ সম্মেলনে ড. ইউনূসের রায়ের বিষয়ে ১২ সিনেটর এর চিঠি নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কোন বক্তব্য নেই জানিয়ে তিনি বলেন, আদালতের ওপর হস্তক্ষেপ করতে পারে না সরকার।