ইউরোপ

ন্যাটোর সদস্য হতে সুইডেনকে অনুমোদন দিলো তুরস্ক

ন্যাটোর সদস্য হতে সুইডেনকে অনুমোদন দিলো তুরস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) সদস্য হওয়ার জন্য তুরস্কের অনুমোদন পেয়েছে সুইডেন। পশ্চিমা এই সামরিক জোটের সদস্য  হতে তুরষ্কের সম্মতি পেতে দীর্ঘ ২০ মাস অপেক্ষা করতে হয়েছে। মঙ্গলবার তুরস্কের সাধারণ পরিষদে ২৮৭-৫৫ ভোটে পাশ হয় সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রস্তাবটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টানা চার ঘণ্টা বিতর্কের পর  ন্যাটোতে সুইডেনকে নিতে রাজি হন তুরস্কের আইনপ্রণেতারা।তুরস্কের পার্লামেন্টে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠ। প্রস্তাবের পক্ষে ২৮৭টি ভোট পড়ে। অন্যদিকে, প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন ৫৫ জন আইনপ্রণেতা। ন্যাটোতে নতুন সদস্য নেওয়ার বিষয়ে অন্যতম প্রধান শর্ত হলো, উত্তর আটলান্টিকের কোনো দেশ সদস্য হতে চাইলে ওই দেশকে জোটের সব সদস্যের অনুমোদন লাগে।   ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার আগ্রাসনের প্রতিক্রিয়ায় ও  তার আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছিল সুইডেন ও ফিনল্যান্ড। তবে ওই আবেদনে ভেটো দেয় তুরস্ক। দেশটির অভিযোগ, তুরস্কের কাছে যেসব গোষ্ঠী সন্ত্রাসবাদী বলে চিহিৃত, ওইসব গোষ্ঠীকে সুরক্ষা দেয় সুইডেন ও ফিনল্যান্ড। পরববর্তীতে ২০২৩ সালের এপ্রিলে ফিনল্যান্ডকে ন্যাটোতে যোগদানের অনুমোদন দেয় তুরস্ক। আর অনুমোদন না দিলেও সুইডেনকে তখন হাঙ্গেরির সঙ্গে অপেক্ষমান তালিকায় রাখা হয়। গত মঙ্গলবার সুইডেনকে ন্যাটোর সদস্য হিসেবে অনুমোদন দেওয়ার প্রম্তাব পাশ করে তুরস্কের পার্লামেন্ট। প্রস্তাবটি পাশ হওয়ার পরই তুরস্কের পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক কমিশনের প্রধান ফুয়াত ওকতে বলেন, ‘জোটের প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করতে আমরা ন্যাটোর সম্প্রসারণকে সমর্থন করি…আমরা আশাবাদী, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে ফিনল্যান্ড এবং সুইডেনের অবস্থান আমাদের অন্যান্য মিত্রদের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।’ এদিকে, তুরস্কের পার্লামেন্টের অনুমোদনকে স্বাগত জানিয়েছেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমরা এখন অনুমোদনের নথিতে প্রেসিডেন্ট এরদোয়ানের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছি।’ এখন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সই করলে বিলটি আইনে পরিণত হবে। তখন সুইডেনের ন্যাটোর সদস্য হতে তুরস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আর কোনো বাধা থাকবে না।

এ সম্পর্কিত আরও পড়ুন ন্যাটোর | সদস্য | হতে | সুইডেনকে | অনুমোদন | দিলো | তুরস্ক