আর্কাইভ থেকে বাংলাদেশ

টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৮ শিশুসহ নিহত ২১

টেক্সাসে স্কুলে বন্দুক হামলা, ১৮ শিশুসহ নিহত ২১

যুক্তরাষ্ট্রে টেক্সাসে একটি প্রাথমিক স্কুলে এক কিশোর বন্দুকধারীর হামলা। ওই কিশোরের গুলিতে কমপক্ষে ১৮ শিশু ও তিনজন শিক্ষক নিহত হয়েছে। প্রাথমিকভাবে ১৫ জন নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২১ জনে।

মঙ্গলবার (২৪ মে) স্থানীয় সময় সকাল ১১টার দিকে উভালদে শহরের রোব প্রাথমিক বিদ্যালয়ে এ বন্দুক হামলা চালায়। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

তবে, ১৮ বছর বয়সী বন্দুকধারী উভালদে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

তদন্তকারী কর্মকর্তারা বলছেন, সন্দেহভাজন কিশোরের কাছে একটি হ্যান্ডগান, একটি এআর-১৫ আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং উচ্চ ক্ষমতার ম্যাগজিন ছিল।

ধাওয়া-পাল্টাধাওয়ার শুরুতে কিশোর তার দাদিকে গুলি করেছে বলে সন্দেহ করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সে ওই এলাকার একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

উভালদে কনসোলিডেটেড ইন্ডিপেনডেন্ট স্কুল ডিস্ট্রিক্ট চিফ অব পুলিশ পিট অ্যারেডোন্ডো বলেন, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টা ৩২ মিনিটে গুলি চালানো শুরু হয়। তদন্তকারীরা ধারণা করছেন হামলাকারী এই জঘন্য অপরাধ করার সময় একাই ছিল।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস-এপি জানায়, গুলি শুরু হওয়ার সময় কাছাকাছি থাকা মার্কিন সীমান্ত টহল দল স্কুলে প্রবেশ করে এবং ব্যারিকেডের পিছনে থাকা বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।

বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময়ে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। একজনকে মাথায় গুলি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে হাসপাতালে দুজনের অবস্থাই স্থিতিশীল রয়েছে।

প্রসঙ্গত, দেশটিতে বাফেলো সুপার মার্কেটে বর্ণবাদী হামলায় একজন সাদা বন্দুকধারী ১০ কৃষ্ণাঙ্গ মানুষকে হত্যা করার ঠিক এক সপ্তাহ পরে সর্বশেষ এই হামলা চালানো হলো।

এ সম্পর্কিত আরও পড়ুন টেক্সাসে | স্কুলে | বন্দুক | হামলা | ১৮ | শিশুসহ | নিহত | ২১