বাংলাদেশ

ড্রাইভার কতৃক অপহৃত হিমেলকে উদ্ধার করলো র‍্যাব

ড্রাইভার কতৃক অপহৃত হিমেলকে উদ্ধার করলো র‍্যাব
অবশেষে অপহরণের এক মাসের মাথায় ড্রাইভার কতৃক অপহৃত শিক্ষার্থী হাসিবুর রহমান হিমেলকে সুনামগঞ্জের তাহেরপুর সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় মূলহোতাসহ ৫ জনকে আটক করেছে সংস্থাটি। বুধবার (২৪ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র‌্যাব জানিয়েছে, হিমেলকে অপহরণের পর পাশবিক কায়দায় নির্যাতন করা হয় এবং মুক্তিপণও চাওয়া হয়। র‍্যাব আরও জানায়, রাজধানীর উত্তরা, নেত্রকোনা ও সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে অপহরণ চক্রের মূলহোতা মালেকসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি জব্দ করেছে  আইনশৃঙ্খলা বাহিনী। ভুক্তভোগীর পরিবার থেকে জানা যায়, গত বছরের ডিসেম্বরের ২৬ তারিখ ভোরে রাজধানীর উত্তরার বাসা থেকে নিজের প্রাইভেটকারযোগে চালক সামিদুলকে নিয়ে ব্যবসায়িক কাজে শেরপুরের উদ্দেশে রওয়ানা হন হাসিবুর রহমান হিমেল। সকাল সাড়ে ১১টা থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এরপর একাধিক ভারতীয় মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ থেকে হাসিবের মায়ের ফোনে  আসে অপরহরণকারীর কল। দাবি করা হয় ২ কেটি টাকা মুক্তিপণ। এর আগে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান   জানান, এ ঘটনার তদন্ত করতে গিয়ে বাংলাদেশ এবং ভারতীয় অপহরণ চক্রটিকে শনাক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, অপহরণের পর হিমেলকে নিয়ে যাওয়া হয় ভারতের মেঘালয়ে।  সেখানে দিনের পর দিন তাকে আটকে রেখে করা হয় নির্মম নির্যাতন। এ সংক্রান্ত একটি ভিডিও তাদের কাছে রয়েছে। ডিমপি গোয়েন্দা বিভাগের লালবাগ জোনের ডিসি মশিউর রহমান জানান, হিমেল অপহরণের ঘটনায় তার গাড়ির চালক সামিদুল জড়িত। তিনি আরও বলেন, শুরু থেকেই অপহরণে জড়িত মাসুদ এর দায়িত্ব ছিল গাড়িটিকে শেরপুর এবং এরপরে কাজ শেষে ঢাকায় নিয়ে আসা।  শুরুতে তাকে শরিয়তপুরের একটি চর থেকে তাকে আটক করে ডিবি। এরপরে তার স্বিকারোক্তি অনুযায়ী পুলিশ গাজিপুর থেকে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে হিমেলের ড্রাইভার সামিদুল ও তার স্ত্রীকেও আটক করে ডিবি পুলিশ। উল্লেখ্য অপহৃত শিক্ষার্থী হিমেলকে উদ্ধারে সহায়ত করেছে ভারতীয় পুলিশ। ভারতের মেঘালয় থেকে এক অপহরণকারীকে আটকের পরে মেলে গুরুত্বপূর্ণ তথ্য।

এ সম্পর্কিত আরও পড়ুন ড্রাইভার | কতৃক | অপহৃত | হিমেলকে | উদ্ধার | করলো | র‍্যাব