তবে হুট করেই এই সিদ্ধান্ত নেননি জাভি। ক্লাবের জন্য সমস্যার কারণ হতে চান না তিনি। তিনি বলেন, ‘একদিন আগে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন সেটা প্রকাশ্যে জানানোর সময়। আমি মনে করি খেলোয়াড়দেরও নিজেদের খুব মুক্ত ভাবতে দেয়া উচিৎ। আমি ক্লাবের সমস্যার কারণ হতে চাই না। এই মুহূর্তে তাই আমার একটাই চিন্তা– ক্লাব ছেড়ে দেয়াই সবচেয়ে ভালো সমাধান হতে পারে। জুনে আমি দায়িত্ব ছাড়ছি।’ এরপর ক্লাব সভাপতি জুয়ান লাপোর্তাসহ অন্যদের প্রশংসা করেন জাভি। তিনি আরও বলেন, ‘এটা নির্মম চাকরি। আপনার সব সময় মনে হবে আপনি মূল্য পাচ্ছেন না। বাজে আচরণের শিকার হবেন। আপনারা দেখবেন কীভাবে তারা (সংবাদমাধ্যম) আপনাকে শেষ করে দেয়। তারা আপনার সমালোচনা করে এবং সেটা আপনাকে আক্রান্ত করে। এটা সব বার্সা কোচের সঙ্গে হয়ে থাকে। শেষ পর্যন্ত ক্লাব ছেড়ে যেতে হয়, কাজ চালিয়ে যাওয়ার কোনো মানে থেকে না।’ দলের ব্যর্থতার দায় নিজের কাধে নিয়ে জাভি বলেন, ‘টাকা দ্বারা চালিত হয়ে আমি সিদ্ধান্ত নেই না। আমার চুক্তি কখনোই সমস্যা হয়ে দাঁড়াবে না। আমি হৃদয় দ্বারা চালিত হয়ে সিদ্ধান্ত নেই। আশা করি এখন সবকিছু শান্ত হবে। আমরা চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়তে পারব। এই সিদ্ধান্তের পর আপনারা আমাকে আর শেষ করে দেবেন না। আমি সবচেয়ে বেশি দায়ী। আমি এই সিদ্ধান্ত কিছু সময় আগে নিয়েছি। এখন এটা শেষ। আমি লাপোর্তাকে ধন্যবাদ দিতে চাই। এটা শেষ। হ্যাঁ, আমি চেষ্টা করেছি।’Here's what Xavi said as he announced that was leaving Barça at the end of the season: pic.twitter.com/Pj4LWLYtTo
— FC Barcelona (@FCBarcelona) January 27, 2024