আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকা টেস্ট : মুশির বিদায়, পরাজয়ের শঙ্কা আরো বেড়েছে বাংলাদেশের

ঢাকা টেস্ট : মুশির বিদায়, পরাজয়ের শঙ্কা আরো বেড়েছে বাংলাদেশের

৪ উইকেটে ৩৪ রান নিয়ে টেস্টের পঞ্চম দিন  ব্যাট করতে নামে বাংলাদেশ। স্বপ্ন দেখে আবারো মুশফিক-লিটনের দূর্দান্ত ব্যাটের পুনরাবৃত্তি হবে দ্বিতীয় ইনিংসে। কিন্তু সেই আশা আবারো গুড়েবালি। কাসুন রাজিথার বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন ৩৯ বলে ২৩ রান করা 'মি. ডিপেন্ডেবল'। দলীয় ৫৩ রানে পঞ্চম উইকেট হারালো স্বাগতিকরা। সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারলেন না মুশি, আরেকটি পরাজয়ের শংকায় দল। 

মিরপুর স্টেডিয়ামে, ১৪১ রানে পিছিয়ে থেকে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫০৬ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে গতকাল (বৃহস্পতিবার) শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ২৩ রানের মধ্যেই নেই হয়ে যায় ৪ উইকেট। 

দলীয় ১৫ রানে ওপেনার তামিম ইকবালকে দিয়ে শুরু। প্রথম ইনিংসের মতো তিনি এবারও ডাক মারেন। এরপর একে একে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত (২), মাহমুদুল (১৫) এবং অধিনায়ক মুমিনুল হক (০)। ৪ উইকেটে ৩৪ রান নিয়ে গতকাল চতুর্থ দিন শেষ করেছিলো বাংলাদেশ।


হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকা | টেস্ট | | মুশির | বিদায় | পরাজয়ের | শঙ্কা | আরো | বেড়েছে | বাংলাদেশের