আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রশ্নপত্র ফাঁস ও অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি : পিএসসি চেয়ারম্যান

প্রশ্নপত্র ফাঁস ও অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি : পিএসসি চেয়ারম্যান

চলমান ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁস অথবা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জানালেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

আজ শুক্রবার (২৭ মে) সকাল ১১টার দিকে ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

পিএসসি চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত যেহেতু সমস্যা হয়নি তাহলে আর সম্ভাবনাও নেই। মূলত পরীক্ষা শুরুর প্রথম ১৫ থেকে ২০ মিনিট ঝুঁকি থাকে। আর আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগও নেই।

তিনি বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে ছয় সেট প্রশ্ন করেছি। আজ সকাল সাড়ে ৯টায় লটারির মাধ্যমে সেট পছন্দ করে প্রিন্ট দিয়ে কেন্দ্রে পাঠানো হয়। আমরা দুজন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে লটারি করে থাকি। এ বছর অধ্যাপক ড. শওকত আলী এবং যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল ইসলামের উপস্থিতিতে লটারি সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল ১০টায় শুরু হয় ২ ঘন্টা ব্যাপী ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মির্জা রুমন

এ সম্পর্কিত আরও পড়ুন প্রশ্নপত্র | ফাঁস | ও | অপ্রীতিকর | ঘটনার | কোনো | খবর | পাইনি | | পিএসসি | চেয়ারম্যান