আর্কাইভ থেকে বাংলাদেশ

সিসিটিভির আওতায় আনা হবে সমগ্র ঢাকাকে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিসিটিভির আওতায় আনা হবে সমগ্র ঢাকাকে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাকে সেইফ সিটি করার জন্য উদ্যোগ নিচ্ছি। সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবো সমগ্র ঢাকাকে। এতে করে শহরের ট্রাফিক ও ক্রাইম নিয়ন্ত্রণসহ প্রায় সব কাজে বিশেষ সুবিধা পাওয়া যাবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ শনিবার (২৮ মে) রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ‘নিরাপদ সড়ক চাই’ এর নবম মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি আমরা পারি এরপর চট্টগ্রাম ও রাজশাহীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনবো। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তাহলে অনেক জায়গায় আমরা সুবিধা পাবো। বিশেষ করে ট্রাফিক নিয়ন্ত্রণ, ক্রাইম নিয়ন্ত্রণসহ সবকিছুতেই আমরা সুবিধা পাবো।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। ট্রাফিক আইন মানতে হবে। সিটবেল্ট ব্যবহার ও সড়কে গতি নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি বলেন, নিরাপদ সড়ক চাইয়ের প্রস্তাবিত ১১১ দফা দাবি বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের কাজ চলমান রয়েছেল। আমরা যদি সচেতন হই, আইন মেনে চলি, আমরা যদি বাস্তবতার নিরিখে কাজ করি, তবেই সফলতা আসবে এবং অবশ্যই আমরা তা পারবো।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা ও আয়োজনের সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সিসিটিভির | আওতায় | আনা | হবে | সমগ্র | ঢাকাকে | | স্বরাষ্ট্রমন্ত্রী