আর্কাইভ থেকে বাংলাদেশ

২২ আরোহী নিয়ে নিখোঁজ নেপালি বিমান

২২ আরোহী নিয়ে নিখোঁজ নেপালি বিমান

অভ্যন্তরীণ রুটে পোখরা থেকে জমসমের দিকে যাওয়ার পথে ২২ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে নেপালের একটি বিমান। জানিয়েছেন দেশটির এয়ারলাইন্স কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তারা। 

রোববার (২৯ মে) সকালে বিমানটি নিখোঁজ হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়। 

এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, রাজধানী কাঠমুন্ডু থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে পর্যটন শহর পোখারা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে জোমসোমের দিকে যাচ্ছিল এ ছোট বিমানটি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির ১৯ যাত্রীর মধ্যে ৪ জন ভারতীয় ও ২ জন জাপানি নাগরিক। অন্যরা নেপালি নাগরিক। এছাড়া বিমানটিতে ৩ জন ক্রুও ছিলেন। তবে চারজন ভারতীয় ছাড়া যাত্রীদের বাকি দু’জনকে বিদেশি বললেও তারা আসলে কোন দেশের নাগরিক সেটি এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এয়ারলাইন্স কর্মকর্তা জানিয়েছেন, পোখরা থেকে ১৯ জন যাত্রী নিয়ে ভ্রমণের সময় ৯এন-এইটি বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন ২২ | আরোহী | নিয়ে | নিখোঁজ | নেপালি | বিমান