পরামর্শ

হার্টের সমস্যার মহৌষধ এই সবজি!

হার্টের সমস্যার মহৌষধ এই সবজি!
স্বাস্থ্য ভালো রাখতে শাকসবজি খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরমধ্যে ওলকপি খেলে খুবই উপকার মেলে। কী কী গুণ রয়েছে ওলকপির জানেন কী? ইমিউনিটি বাড়াতে অত্যন্ত সাহায্য করে ওলকপি। যারা অল্পেতেই অসুস্থ হয়ে যান তারা রোজ এই উপাদান ডায়েটে রাখতে পারেন। হজম ক্ষমতা ভালো রাখতে সাহায্য করে এই সবজি। হজমের সমস্যা মেটাতে এর কোনও তুলানা হয় না। পেটের অসুখে এই সবজি রোজ পাতে রাখুন। হার্টের সমস্যায় উপকারী ওলকপি। হার্টের ক্ষমতা বাড়ায়। এতে ক্যালোরি কম ও ফাইবার বেশি তাই এই সবজি হার্ট ভালো রাখে। এতে রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি ও মিনারেল যা হাড় মজবুত করতে সহায়তা করে। তাই অস্টিও আর্থরাইটিসের রোগীদের জন্য এই সবজি অত্যন্ত উপকারী। এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি যা ত্বকের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই ত্বক ভালো রাখতে ওলকপি খান।

এ সম্পর্কিত আরও পড়ুন হার্টের | সমস্যার | মহৌষধ | সবজি