আর্কাইভ থেকে বাংলাদেশ

ইভিএম দেখতে ঢাকায় আসছে কুমিল্লার প্রার্থীসহ ৩৪ জন

ইভিএম দেখতে ঢাকায় আসছে কুমিল্লার প্রার্থীসহ ৩৪ জন

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখতে ঢাকায় নির্বাচন কমিশনে (ইসি) আসছেন কুমিল্লার প্রার্থীসহ ৩৪ জন।

আজ সোমবার (৩০ মে) সকাল ১০টায় তারা ইভিএম-এর কাস্টমাইজেশন পর্যবেক্ষণ করবেন। ইসির জনসংযোগ শাখার পরিচালক ও যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে এই ৩৪ জন কুমিল্লা সিটি ভোটের (কুসিক) রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন জমা দেয়।

ইসির জনসংযোগ শাখার পরিচালক জানান, স্থানীয় সরকার নির্বাচনে এবারই প্রথম কাস্টমাইজেশন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে কমিশন। যারা আবেদন করেছেন তারা সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ইভিএম কাস্টমাইজেশন পর্যবেক্ষণ করতে পারবেন। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি ভোট অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, আগামী ১৩ জুন এই সিটির ভোটারদের ইভিএমে ভোট দেয়া শেখানো হবে। এ লক্ষ্যে কুমিল্লা সিটির সব কেন্দ্রেই মক ভোটিংয়ের আয়োজন করা হবে। মক ভোটিং অনুষ্ঠানে সব প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার উপস্থিত থেকে ভোটিং শেষ করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ইভিএম | দেখতে | ঢাকায় | আসছে | কুমিল্লার | প্রার্থীসহ | ৩৪ | জন