খেলাধুলা

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার সিক্সের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টসে নিয়ে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। সুপার সিক্সের হলেও দুই দলের জন্যই কার্যত ম্যাচটি কোয়াটার ফাইনাল। কারণ এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে 'এ' গ্রুপ থেকে সেমি ফাইনালে ভারতের সঙ্গী কারা হবে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার বেনোনিতে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্থানীয় সময় সকাল ১০টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-১। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম পাওয়ার প্লে শেষে ৫২ রানে দুই উইকেট হারিয়েছে পাকিস্তান। দলীয় ৩৭ রানে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙেন বাংলাদেশি বোলার বর্ষন। বর্ষনের বলে ১৯ রান করে প্যাভেলিয়নে ফেরেন পাকিস্তানী ব্যাটার সামায়েল হোসেন। এরপরে, আবারো বর্ষনের বলে  ব্যক্তিগত ৬ রানে  শিবলীর হাতে তালু বন্দি হন পাকিস্তানী ব্যাটার আযান আওয়াইজ। বাংলাদেশকে সেমিতে পা রাখতে হলে পাকিস্তানকে শুধু হারালেই হবে না, একই সঙ্গে নেট রান রেটেও তাদের ছাড়িয়ে যেতে হবে। বর্তমানে বাংলাদেশের নেট রানরেট ০.৩৪৮। আর পাকিস্তানের ১.০৬৪। পাকিস্তানকে নেট রানরেটে ছাড়িয়ে যেতে হলে বাংলাদেশকে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে পাকিস্তানের দেওয়া লক্ষ্য টপকাতে হবে। প্রসঙ্গত, বাংলাদেশ একাদশ- মাহফুজুর রহমান রাব্বি, আশিকুর রহমান শিবলি, জিশান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, রোহানাত দৌলা বর্ষন, ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা।    

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানের | বিপক্ষে | টসে | জিতে | ফিল্ডিংয়ে | বাংলাদেশ