দেশজুড়ে

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে একটি ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি)  সকালে কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় স্থানীয় শরিফ নামের এক ব্যক্তির ভবনের কাজ করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া এলাকার মৃত আকছেদ আলীর ছেলে জামাল প্রামানিক (৪৫)। তিনি বিশ্বাস পাড়া এলাকার আবুল কালাম এর বাড়িতে ভাড়া থেকে দৈনিক শ্রমিকের কাজ করতেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় ,কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় শরিফ নামের এক ব্যক্তির  বহুতল ভবনের নির্মাণ কাজ করতে যায় নিহত জামাল প্রামানিক। সেখানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক(এস আই)  রাহাদুজ্জামান  আকন্দ বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদে মেডিকেল কলেজের মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও পড়ুন কালিয়াকৈরে | বিদ্যুৎস্পৃষ্ট | হয়ে | শ্রমিকের | মৃত্যু