আর্কাইভ থেকে বাংলাদেশ

ভুটার বাজার মুল্যে খুশি পঞ্চগড়ের চাষী

ভুটার বাজার মুল্যে খুশি পঞ্চগড়ের চাষী

চলতি বছরে ভুটার দাম দ্বিগুণ হওয়ায় খুশি দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার ভুটা চাষীরা। কৃষি নির্ভশীল  পঞ্চগড় জেলায় এ বছর ভুটার বাম্পার ফলন হয়েছে। বাজারে ভুটার ব্যাপক চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা। ভুটার বাম্পার ফলন ও দাম ভাল পাওয়ায় আগামীতে পঞ্চগড় জেলায় ভুটার চাষ আরো বাড়বে বলে ধারণা করছে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।

জানা গেছে, গত বছর প্রতি বস্তা (৮০ কেজি) ভুটা ৯০০ টাকা থেকে ১১০০ টাকা দরে বিক্রি হতো। এ বছর ৮০ কেজি ওজনের প্রতি বস্তা ভুটা  বিক্রি করছেন ২ হাজার টাকা থেকে ২২০০ টাকা দরে। গত বছরের তুলনায় দ্বিগুণ দাম পেয়ে খুশি এ জেলার ভুটা চাষিরা । পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-সহকারি আনোয়ার সাদেক জানান, গত বছরের তুলনায় চলতি মওসুমে পঞ্চগড়ে ভুটার আবাদ কম হয়েছে। চলতি বছর  লক্ষ্যমাত্রা ছিলো ৩০ হাজার ১৫০ হেক্টর আর আবাদ হয়েছে ২৯ হাজার ৭৯০ হেক্টর জমিতে। কৃষি বিভাগ ভুটা চাষে কৃষকদের সহায়তা প্রদান করছে। 

এ সম্পর্কিত আরও পড়ুন ভুটার | বাজার | মুল্যে | খুশি | পঞ্চগড়ের | চাষী