খেলাধুলা

ভারত মাঠে না ফিরলে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারত মাঠে না ফিরলে চ্যাম্পিয়ন বাংলাদেশ
টসের মাধ্যমে ভারতকে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপে জয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন ম্যাচ কমিশনার। নির্ধারিত সময়ের পরে। পেনাল্টি শ্যুটে ফলাফল না আসায়। টসের মাধ্যমে ফল ঘোষণার সিদ্ধান্তে জয়ী হয় ভারত। এ সিদ্ধান্তে বাংলাদেশে আপত্তি জানিয়েছিলো। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। টসে ভারতকে জয়ী ঘোষণার পরে পুনরায় সিদ্ধান্ত বাতিল করেন ম্যাচ কমিশনার  ডি সিলভা জয়সুরিয়া দিলান। এদিকে শিরোপা উল্লাস করে মাঠে নামছে না ভারত । বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগ জানায়, ম্যাচের রেফারি টস করে ভুল করেছিলেন। সেই ভুলটা শুধরে তিনি টাইব্রেকারের সাডেন ডেথ নতুন করে শুরু করতে চেয়েছেন। ভারত সেই সিদ্ধান্ত না মেনে মাঠ ছেড়ে গেছে। ম্যাচ স্থগিত করার পর ম্যাচ কমিশনার জানিয়েছে ৩০ মিনিটের মধ্যে ভারতকে মাঠে নামতে হবে। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত মেনে মাঠে না নামলে বাংলাদেশ চ্যাম্পিয়ন ঘোষণা করবে ম্যাচ রেফারি। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময় সমতা থাকলে খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানেও ১১-১১ এ সমতা হয়। এরফলে টসের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টস ভাগ্যে জয় হয় ভারতের।

এ সম্পর্কিত আরও পড়ুন ভারত | মাঠে | ফিরলে | চ্যাম্পিয়ন | বাংলাদেশ