ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দনবাসে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন। স্থানীয় সময় রোববার দেশটির পূর্বাঞ্চলীয় এই শিল্প এলাকায় যুদ্ধের ভয়াবহতা বেড়ে যাওয়ার মধ্যেই তিনি এ সফরে যান। খবর এএফপির।
জেলেনস্কি লিসিচানস্কের বিভিন্ন কমান্ড পোস্ট ও যুদ্ধক্ষেত্রের অবস্থান পরিদর্শন করেন। এ যুদ্ধক্ষেত্র সেভারোদনেৎস্ক থেকে সিভারস্কি দনেৎস পর্যন্ত বিস্তৃত। সেখানে ইউক্রেন সেনাদের রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঘুরে দাঁড়াতে দেখা যাচ্ছে। এর আগে, রাশিয়ার সৈন্যরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ নগরীর অঞ্চল বিশেষ দখল করেছিল।
প্রেসিডেন্টের দপ্তর জানায়, তিনি ইউক্রেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দনবাসের দনেৎতস্ক এলাকার বাখমুতও পরিদর্শন করেন এবং সৈন্যদের সাথে কথা বলেন।
তিনি সেনাদের বলেন, আমি আপনাদের মহান কাজ, আপনাদের সেবা, আমাদের ও আমাদের রাষ্ট্রের সকলকে রক্ষা করার জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই।
তিনি আরও বলেন, ‘আপনারা নিজেদের যত্ন নেবেন।
জেলেনস্কি যুদ্ধক্ষেত্র পরিদর্শনের পর তার প্রাত্যহিক সান্ধ্যকালীন ভাষণে বলেন, আমি তাদের সকলের সাথে সাক্ষাত করতে পেরে গর্বিত। এ সময় আমি তাদের সাথে করমর্দন করেছি, বিভিন্ন কথা বলেছি এবং তাদের প্রতি আন্তরিক সমর্থন জানিয়েছি।
এছাড়া প্রেসিডেন্ট মারিউপোলের বাসিন্দাদের সাথে সাক্ষাত করতে দক্ষিণপূর্বাঞ্চলীয় জাপোরিঝজিয়া সফর করেন। এসব নাগরিক রাশিয়ার হামলার সময় এ বন্দরনগরী ত্যাগ করতে সমর্থ হয়েছিলেন। রুশ বাহিনীর হামলায় নগরীটি ধ্বংস্তুপে পরিণত হয়।