আর্কাইভ থেকে দেশজুড়ে

সীতাকুণ্ডের পর এবার আগুন পাবনায়

সীতাকুণ্ডের পর এবার আগুন পাবনায়

সীতাকুণ্ডের আগুন নিভতে না নিভতেই এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে পাবনায়। জেলার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের কিউলিন ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডে নামের একটি প্রতিষ্ঠানে এ আগুন লাগে। তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

রোববার (০৫ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানায়, মানিকনগর শেখপাড়া ঈদগাহ মাঠের পাশে পাটখড়ি (শোলা) পুড়িয়ে ডাস্ট বানিয়ে সেই কয়লা বিদেশে রপ্তানি করা হতো। রোববার সন্ধ্যায় ওই কারখানার পাটখড়ি রাখার গুদাম ঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন দেখে কারখানার নিরাপত্তা কর্মী মকছেদ আলী চিৎকার শুরু করে। স্থানীয় লোকজন গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের খবর দিলে তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, পাটখড়ি পোড়ানোর চুল্লির পাশেই হঠাৎ আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। 

দমকল বাহিনীর সদস্য ও পুলিশরা প্রাথমিকভাবে ধারণা করছে আগুনের সুত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।  অগ্নিকান্ডর ফলে ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি।

কারখানার মালিক মেহেদী হাসান ওরফে জুলিয়াস সরদার দাবি করেছেন অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সীতাকুণ্ডের | এবার | আগুন | পাবনায়