পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের কুচিয়ামোড় ও বন্দরপাড়া সংযোগ সড়কের সুইগেট ব্রিজ ভেঙে পড়েছে। বুধবার (১৩ আগস্ট) ব্রিজটি ধসে পড়ে।
গেল ২৪ ঘণ্টায় টানা বৃষ্টিতে ব্রিজের দুই পাশের মাটি সরে গিয়ে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্রোতের পানিতে ভেতরের অংশ দুর্বল হয়ে পুরো ব্রিজটি ধসে পড়ে।
স্থানীয়দের মতে, এই ব্রিজ ছিল এলাকার একমাত্র সরাসরি যোগাযোগপথ। এখন বিকল্প পথে যেতে হলে ৮–১০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। ফলে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাত ও শিক্ষার্থীদের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
পানির তীব্র স্রোতে ব্রিজের পাশে থাকা পাঁচটি দোকানও ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানদার জমির উদ্দিন জানান, রাতের মধ্যে সব মালামালসহ দোকান বিলীন হয়ে গেছে, ক্ষতি প্রায় আড়াই লাখ টাকা।
স্থানীয় বাসিন্দারা দ্রুত অন্তত একটি অস্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে ৩৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে, যা আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, ব্রিজ সংস্কারের বরাদ্দ ও টেন্ডার হয়েছিল, তবে তার আগেই এটি ভেঙে গেছে। পানি কমলেই অস্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
এমএ//