মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ ছবিটি প্রেক্ষাগৃহে বেশ সাড়া ফেলেছিল। তিন সপ্তাহ ধরে বক্স অফিস মাতানোর পর এবার নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। ছবিটি আগামী ১২ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।
‘সাইয়ারা’ প্রমাণ করেছে যে বড় বাজেটের ছবি এবং সুপারস্টারদের উপস্থিতি ছাড়াও একটি শক্তিশালী গল্প এবং দক্ষ অভিনয়ও ব্যবসা করতে পারে। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির আবেগঘন মুহূর্তগুলো ভাইরাল হয়ে উঠেছিল যা আরও অনেককে ছবিটি দেখার প্রতি আকৃষ্ট করেছে।
আহান পাণ্ডে এবং অনীত পাণ্ডার অসাধারণ অভিনয় ছবিটির নতুন এক মাত্রা যোগ করেছে যা দর্শকদের মুগ্ধ করেছে। ছবিটি বিশেষভাবে পরিচিতি পেয়েছে তাদের অভিনয়ের জন্য। বলিউডের খ্যাতনামা তারকাও ছবিটির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
ছবির নির্মাতা জানান, যারা প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে পারেননি তাদের জন্যই ‘সাইয়ারা’ এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। ছবিটি খুব শিগগিরই জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে বলে যশ রাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা তার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।
এসকে//