বিনোদন

দ্বিগুণ চমক জয়ার

বিনোদন ডেস্ক

দু'বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ভক্তদের জন্য নিয়ে এসেছেন এক দারুণ চমক। একসঙ্গে দুটি সিনেমা মুক্তির পথে, যার মধ্যে একটি আসছে বড় পর্দায় এবং অন্যটি ওটিটি প্ল্যাটফর্মে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, ফেরেশতা সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত। এই সিনেমাটি শিগগিরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, আর সিনেমাটির মুক্তির তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন লায়ন সিনেমাস ও স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের লায়ন সিনেমাসের ফেসবুক পেজে সিনেমাটির পোস্টার শেয়ার করে জানানো হয়েছে, ফেরেশতা শীঘ্রই মুক্তি পাবে। স্টার সিনেপ্লেক্সও জানিয়েছে, ছবিটির মুক্তির ব্যাপারে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে।

ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় নির্মিত ফেরেশতা সিনেমায় উঠে এসেছে সমাজের সুবিধাবঞ্চিত পরিবারের এক মানবিক গল্প। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। ছবিটির সহপ্রযোজক হিসেবে কাজ করেছেন জয়া নিজেই। ২০২২ সালে নির্মিত হলেও এটি ইতোমধ্যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে এবং একাধিক পুরস্কার অর্জন করেছে। গত বছর, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবেও এটি প্রদর্শিত হয়েছিল।

এদিকে, জয়ার আরেকটি সিনেমা জয়া আর শারমিন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আসছে। পিপলু আর খানের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি গত ১৬ মে বড় পর্দায় মুক্তি পেয়েছিল, আর এখন এটি চরকিতে স্ট্রিমিং হবে। সিনেমার গল্প করোনাকালীন সময়ে দুটি নারীর সম্পর্ক নিয়ে, যেখানে পেশাগত সম্পর্ক থেকে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হলেও কিছু অনতিক্রম্য বাধা সম্পর্কটিকে জটিল করে তোলে। এখানে জয়া অভিনয় করেছেন নিজের চরিত্রে, এবং শারমিন চরিত্রে রয়েছেন মহসিনা আক্তার। ছবিটির সহপ্রযোজকও ছিলেন জয়া। সম্প্রতি চরকি ঘোষণা করেছে, জয়া আর শারমিন সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে।

বর্তমান সময়ে জয়া আহসানের ক্যারিয়ার সত্যিই চমৎকার এবং সাফল্যমণ্ডিত। কলকাতার বেশ কিছু সিনেমার কাজ ইতোমধ্যে শেষ করেছেন তিনি। চলতি বছর তার প্রথম ওয়েব সিরিজ জিম্মি ২৮ মার্চ মুক্তি পেয়েছিল, যা বেশ জনপ্রিয়তা পেয়েছে। এরপর একে একে মুক্তি পেয়েছে আরও বেশ কিছু সিনেমা, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল পশ্চিমবঙ্গের পুতুলনাচের ইতিকথা, যা ১ আগস্ট মুক্তি পেয়েছে।

সিনেমার পর সিনেমা, ওয়েব সিরিজ জয়ার ক্যারিয়ারের এই সময়টা অনেকটাই চমৎকার এবং ফলপ্রসূ। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নিজেকে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। একদিকে আন্তর্জাতিকভাবে প্রশংসিত ফেরেশতা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে, অন্যদিকে জয়া আর শারমিন এর মতো একটি নতুন গল্প ওটিটি প্ল্যাটফর্মে আসছে। 

জয়া আহসান বর্তমানে বড় পর্দা এবং ডিজিটাল প্ল্যাটফর্ম উভয় মাধ্যমে নিজের প্রতিভা প্রদর্শন করে চলেছেন। তার ভক্তরা এই মুহূর্তে আনন্দিত, কারণ জয়ার ক্যারিয়ার এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #জয়া আহসান #ওটিটি প্ল্যাটফর্ম