বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যিনি টালিউডের পাশাপাশি বলিউডেও নিয়মিত কাজ করছেন। এবার ফ্যাশন দুনিয়াতেও ভক্তদের চমকে দিয়েছেন। অভিনয়ের ক্ষেত্রে যেমন তার দক্ষতা নজর কাড়ে ঠিক তেমনি গ্ল্যামার এবং স্টাইলেও তিনি অনন্যভাবে নিজেকে উপস্থাপন করেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে একাধিক ছবি প্রকাশ করতে দেখা গেছে জয়াকে। আর সেখানে কালো রঙের কেপ জ্যাকেটের সঙ্গে সোনালি কারুকাজের একটি পোশাক পরে তিনি ক্যামেরার সামনে হাজির হয়েছেন। ছবিতে তিনি সিঁড়িতে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গি দেখাচ্ছেন।
তার হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক, কালো হাইহিল, মুক্তার দুল এবং ঢেউ খেলানো চুলের স্টাইল একসঙ্গে মিলিয়ে ছবিগুলোকে আরও রোমান্টিক এবং আভিজাত্যপূর্ণ করে তুলেছে। আঙুলের সাজও তাকে রাজকীয় ছোঁয়া দিয়েছে।
নেটিজেনরা ছবিগুলো দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, এটি আন্তর্জাতিক মানের ফ্যাশন প্রদর্শন। আরেকজন মন্তব্য করেছেন, জয়ার আভিজাত্য এবং আত্মবিশ্বাস একসঙ্গে যেমন ফুটে উঠেছে তাতে তিনি একটি নিখুঁত ফ্যাশন আইকন।
একজন অনুরাগী বলেন, বয়স যেন তার সৌন্দর্য বা স্টাইলকে কোনোভাবেই প্রভাবিত করতে পারেনি বরং, সময়ের সঙ্গে তিনি আরও মোহনীয় হয়ে উঠেছেন।
অভিনয়ে যেমন জয়া দর্শকদের মন জয় করেছেন, ফ্যাশন-গ্ল্যামারে তেমনই তিনি অনুরাগীদের নজর কাড়ছেন।
এসকে//