চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চার দিন ধরে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গেল শুক্রবার (০৬ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন জাহিদ হাসান।
জাহিদ হাসানের অসুস্থতার খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। তবে জাহিদ হাসানের শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন তিনি।
সাদিয়া ইসলাম মৌ জানিয়েছেন, অভিনেতা এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যাওয়া যাবে তাকে।
প্রসঙ্গত, এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই ছবিটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।
এমএ//