রাজনীতি

ভোটকেন্দ্র দখল ও ব্যালট চুরির ঘটনা যেন আর না ঘটে : সারজিস

পঞ্চগড় প্রতিনিধি

ভবিষ্যতের নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ব্যালট চুরি কিংবা পেশিশক্তির দাপট যেন আর ফিরে না আসে। অতীতের নির্বাচনে পেশিশক্তি, কালো টাকা ও প্রশাসনিক প্রভাবের কারণে সুষ্ঠু ভোট প্রক্রিয়া বিঘ্নিত হয়েছে। এবার এসব যেন আর না ঘটে। বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব বলেন।

সারজিস আলম বলেন, ‘আগের নির্বাচনে আমরা দেখেছি কীভাবে ক্ষমতার অপব্যবহার, কালো টাকার ছড়াছড়ি ও ভয়ভীতির মাধ্যমে ভোটপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এবার আমরা চাই সমান সুযোগের ভিত্তিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।’

তিনি বলেন, নির্বাচনী পরিবেশ যেন এমন হয়, যেখানে প্রতিটি রাজনৈতিক দল, বড় হোক বা ছোট, নির্ভয়ে অংশ নিতে পারে। সেইসঙ্গে সাধারণ ভোটাররাও যেন কোনো বাধা বা শঙ্কা ছাড়াই ভোট দিতে পারেন।

সারজিস আলম আরও বলেন, ‘আমরা চাই না কেউ আবার নির্বাচনকে প্রভাবিত করতে পারুক। বিগত দিনের অনিয়মগুলো যেন নতুন বাংলাদেশে আর না ঘটে। এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ ও পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকালীন সময়ে যদি বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনে কার্যকর সংস্কার আনা যায় এবং স্বচ্ছতা নিশ্চিত হয়, তবে নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে কোনো আপত্তি থাকবে না।

এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়নসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #সারজিস #নির্বাচন #এনসিপি #জাতীয় নাগরিক পার্টি