ঈদুল আজহার তিনদিনে কোরবানি দিতে গিয়ে আহত হয়ে দেশের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) চিকিৎসা নিয়েছেন ৯৪২ জন মানুষ। এর মধ্যে ৩২৪ জন ভর্তি রয়েছেন।
বিষয়টি সোমবার (৯ জুন) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কনসাল্ট্যান্ট ডা. রিপন ঘোষ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কোরবানি উপলক্ষে গেল রোববার (০৯ জুন) পর্যন্ত চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ৩২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১০২ জনকে জরুরি অপারেশন করা হয়েছে। একই দিনে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২২ জন, বাকি রোগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।
ঈদের দ্বিতীয় দিনেও আহত হয়ে হাসপাতালে আসেন ৩০১ জন। তাদের মধ্যে ৮৩ জনকে জরুরি অপারেশন করতে হয়েছে এবং ১১৭ জন ভর্তি হয়েছেন।
এছাড়া ঈদের আগের দিন ৩১৬ জন রোগী পশু কিনতে গিয়ে লাথি বা দুর্ঘটনায় আহত হন। তাদের মধ্যে ৭৯ জনকে অপারেশন করা হয়েছে এবং ৮৫ জন ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে ঈদের তিনদিনে কোরবানি ও পশু কেনার সময় ৯৪২ জন আহত হয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ২৬৪ জনকে জরুরি অপারেশন করতে হয়েছে। বর্তমানে হাসপাতালে ৩২৪ জন ভর্তি আছেন এবং ৬১৮ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
এসকে//