বিনোদন

বিবাহবার্ষিকীর তারিখ ভুলে যাই, ভালোবাসা নয় : চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তার স্ত্রী শান্তা আজ (২৭ আগস্ট) বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। এ উপলক্ষে চঞ্চল সামাজিক মাধ্যমে একটি পুরনো পরিবারের ছবি শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা জানান। ছবিতে দেখা যায় তার পরিচিত “ভুলে যাওয়া” অভ্যাসও।

চঞ্চল লিখেছেন, “প্রায় ১৫ বছর আগে, একজন পত্রিকার ফটোসাংবাদিক আমাদের বাসায় এসে এই ছবি তুলেছিলেন। ছবিতে আমি, শান্তা আর আমাদের ছেলে শুদ্ধ। তখন শুদ্ধ অনেক ছোট।”

বিবাহবার্ষিকীর দিনটি ভুলে যাওয়ার কথা স্বীকার করে তিনি বলেন,“সত্যিই বলতে ভুলে গিয়েছিলাম, আজ আমাদের বিয়ে হয়েছে। কততম বছর, সেটা ঠিক মনে নেই। শান্তা কিছুক্ষণ আগে লিখে মনে করিয়ে দিল। তখন ভিতরে একটু লজ্জা আর অপরাধবোধ কাজ করছিল।”

চঞ্চল আরও যোগ করেছেন, “এ ধরনের ভুল প্রায় প্রতি বছরই ঘটে। অভিনয়ে কিছুটা সফল হলেও সংসার জীবনে আমার ব্যর্থতার শেষ নেই। তবে শান্তা কখনও বড় অভিযোগ করেননি, তাই আমরা এখনও একসাথে আছি।” শেষে তিনি স্ত্রীকে ভালোবাসার ইমোজি জুড়ে শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, চঞ্চল চৌধুরীকে সর্বশেষ ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ ও ‘ইনসাফ’ সিনেমায় দেখা গেছে, যা দর্শক ও সমালোচকের প্রশংসা কুড়িয়েছে। অক্টোবর থেকে তিনি রেদওয়ান রনির পরিচালনায় নতুন সিনেমা ‘দম’-এর শুটিংয়ে যোগ দেবেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন #চঞ্চল চৌধুরী #স্ত্রী শান্তা