বিনোদন

ঈদে পর্দায় আসছে ছয় ছবি

ঈদ মানেই রঙিন আয়োজন আর বিনোদনের ছোঁয়া। এই উৎসবকে ঘিরে সিনেমা হলে দর্শকদের জন্য থাকে বাড়তি আনন্দ। এবারের কোরবানির ঈদেও আসছে নতুন ছয়টি চলচ্চিত্র। যদিও শুরুতে তালিকায় ছিল দশটি নাম। শেষ মুহূর্তে চারটি ছবি পিছিয়ে যাওয়ায় ঈদে প্রেক্ষাগৃহে দেখা যাবে ছয়টি সিনেমা।

তাণ্ডব

সবার নজর এখন শাকিব খান অভিনীত 'তাণ্ডব' ছবির দিকে। পরিচালনায় রয়েছেন রায়হান রাফী। শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার পরিচিত মুখ সাবিলা নূর। এতে বিশেষ একটি চরিত্রে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আরও দেখা যাবে এফএস নাঈম, আফজাল হোসেন, রোজি সিদ্দিকীসহ একঝাঁক তারকাকে।

নীলচক্র

আরিফিন শুভকে অভিনীত ‘নীলচক্র’ একটি সাসপেন্স থ্রিলারধর্মী চলচ্চিত্র। পরিচালনা করেছেন মিঠু খান। এই ছবিতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলমসহ অনেকে। কাহিনি ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মিঠু খান ও নাজিম উদ দৌলা।

ইনসাফ

অ্যাকশন ও থ্রিলার ঘরানার ছবি ‘ইনসাফ’ পরিচালনা করেছেন সঞ্জয় সমদ্দার। এতে মূল তিনটি চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিমকে। সিনেমাটি প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস।

এশা মার্ডার: কর্মফল

আজমেরী হক বাঁধন এবার ঈদে পর্দায় ফিরছেন পুলিশের চরিত্রে। সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় তিনি ‘লিনা’ নামের পুলিশ অফিসারের ভূমিকায়। ছবিতে আরও রয়েছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ, পূজা এগনেজ ক্রুজ, রওনক রিপন, ফারুক আহমেদসহ অনেকে।

টগর

ঈদে মুক্তি পেতে চলেছে আদর আজাদ ও পূজা চেরিকে নিয়ে নির্মিত ‘টগর’। এটি পরিচালনা করেছেন আলোক হাসান। সিনেমাটি প্রযোজনা করেছে এআর মুভি নেটওয়ার্ক। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ারসহ অনেকেই।

উৎসব

ঈদে আসছে পারিবারিক গল্পনির্ভর ছবি ‘উৎসব’। পরিচালনায় তানিম নূর। এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর একসঙ্গে পর্দায় ফিরছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, অপি করিম, জয়া আহসান ও ইন্তেখাব দিনার।

তবে পিছিয়ে গেছে চারটি চলচ্চিত্র। প্রথমে মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত ঈদে আসছে না অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও ফরহাদ হোসেনের ‘নাদান’। একইসঙ্গে প্রচারণা বন্ধ হয়ে গেছে ‘সর্দার বাড়ির খেলা’ ও ‘গোয়ার’ ছবির।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদে #পর্দায় #আসছে #ছয় #ছবি