আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে পারে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির মুখে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে পারে ইউরোপের বৃহৎ সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের (ন্যাটো) সদস্যভুক্ত দেশগুলো । ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, তিনি আত্মবিশ্বাসী যে, ন্যাটো জোটের সদস্যরা প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াবে।

তিনি আরও বলেন, একটা জোট হতে হলে শুধু পতাকা থাকলেই হবে না। থাকতে হবে সংগঠিত রূপ। শুধু সম্মেলন করলেই হবে না, তার চেয়েও বেশি কিছু হতে হবে।

ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের একটি বৈঠকে যোগ দিতে বর্তমানে ব্রাসেলসে আছেন হেগসেথ। 

র আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, প্রতিরক্ষা খাতে ন্যাটো জোটভুক্ত সদস্য রাষ্ট্রগুলো তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ ব্যয় করা উচিত। উল্লেখ্য, বর্তমানে এসব দেশ প্রতিরক্ষা খাতে জিডিপির ২ শতাংশ ব্যয় করে থাকে। 

 

এনএস/     

এ সম্পর্কিত আরও পড়ুন #ন্যাটো #ডোনাল্ড ট্রাম্প #প্রতিরক্ষা