দেশজুড়ে

জমে উঠেছে রাজধানীর কোরবানির হাট, দামে সন্তুষ্ট ক্রেতারা

মাত্র একদিন পরেই পবিত্র ঈদুল আহজা। উৎসব সামনে রেখে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন জমজমাট ভিড়। সামর্থ্য অনুযায়ী পছন্দের পশু কিনতে হাটে ছুটে আসছেন মানুষ। দরকষাকষি করে অনেকে ইতোমধ্যেই গরু কিনে ফিরছেন বাড়িতে। ক্রেতার ভিড়ে খুশি বিক্রেতারাও।

বৃহস্পতিবার (০৫ জুন) রাজধানীর বিভিন্ন হাট ঘুরে দেখা যায়, গত বছরের তুলনায় এবার গরুর দাম কিছুটা কম। অনেক বিক্রেতা জানালেন, এক লাখ টাকার গরু এবার ২০-৩০ হাজার টাকা কমেই বিক্রি হচ্ছে। একই অভিজ্ঞতা শেয়ার করেছেন ক্রেতারাও। তাদের মতে, এবার বাজেটের মধ্যেই ভালো মানের পশু মিলছে।

হাটে শুধু গরু নয়, রয়েছে নানা জাতের ছাগল, খাসি, মহিষ ও ভেড়া। কোথাও কোথাও চোখে পড়ছে উট কিংবা দুম্বাও। তবে বড় গরুর চাহিদা এবার তুলনামূলকভাবে কম। ব্যবসায়ীরা বলছেন, বড় গরুর দাম নিয়ে আলোচনার পরও বিক্রি তেমন হচ্ছে না, ফলে সেগুলো অবিক্রিত থেকেই ফেরত যেতে পারে।

ব্যবসায়ী ও খামারিরা জানিয়েছেন, মাঝারি ও ছোট আকৃতির গরু নিয়েই ক্রেতাদের আগ্রহ বেশি। সেই কারণেই বড় গরুর ব্যবসায় ভাটা পড়েছে।

এবার ঢাকায় মোট ২১টি স্থানে বসেছে কোরবানির পশুর হাট। এখনো দেশের নানা প্রান্ত থেকে পশু আসছে ঢাকায়। বিক্রেতারা আশা করছেন, ঈদের ঠিক আগের দিনগুলোতে বিক্রি আরও বাড়বে।

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ঈদ #গরুর হাট #কোরবানি #ঈদুল আজহা