রাজনীতি

'যেনতেন নির্বাচন' করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না: রফিকুল ইসলাম খান

পাবনা প্রতিনিধি

আগামীতে কাউকে ভোটকেন্দ্র দখল করতে দেয়া হবে না। ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করলে দেশের জনগণ তাদের মাটির সঙ্গে মিশিয়ে দিবে। ফ্যাসিবাদ কায়েমের ভয় দেখালে তাদের পরিণতি একই হবে। যেনতেন নির্বাচন করে আর কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। বলেছেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সোমবার (০৯ জুন) দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

রফিকুল ইসলাম খান বলেন, স্বাধীনতার পর যারাই ক্ষমতায় এসেছে জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। জনগণ বারবার ষড়যন্ত্র, জুলুম ও ধোঁকাবাজের মধ্যে ছিল। অনেকেই মনে করছেন আমাদের প্রতিবেশী দেশের সহযোগিতা ছাড়া দেশ চালাতে পারবে না। আমি এটা বিশ্বাস করি না। দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল রক্তের বিনিময়ে সেটা শেষ করা হয়েছে। 

তিনি বলেন, মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নামে মাওলানা নিজামীসহ জামায়াতের সব নেতাকে হত্যা করা হয়েছে। জামায়াত এখন ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছেছে। বিচার প্রক্রিয়ার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। খুনিদের কোন ক্ষমা নাই। হত্যায় জড়িত কারও কোন ক্ষমা নাই। 

তিনি আরও বলেন, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান হয়েছে। শুধু হাসিনার বিচার করলে হবে না। যারা হত্যায় জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, অনেকের দুই মাস নির্বাচন দেরি করা সহ্য হচ্ছে না। তারা ১৬ বছরে কিছুই করতে পারেনি। তারা কোন ঈদও শেষ করতে পারেনি। এই দেশ কারও বাপের নয়, আবার কারও পরিবারেরও নয়। কেউ চক্ষু  রাঙিয়ে কথা বলবেন না। কোরআন পুড়িয়ে অফিস পুড়িয়ে জামায়াতকে দমন করা যাবে না।

এসময় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: নকিবুল্লাহ'র সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আলিম মাসুদের সঞ্চালনায় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন,  পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান,শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম প্রমুখ। 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #জামায়াত #জামায়তে ইসলামী #পাবনা