জাতীয়

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়কের স্ত্রী ফরিদা খন্দকার আর নেই

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এবং সাবেক মন্ত্রী এ কে খন্দকার (বীর উত্তম) এর স্ত্রী ফরিদা খন্দকার (৮২) মারা গেছে। রোববার (০৮ জুন) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

ফরিদা খন্দকারের মৃত্যুকালে তার দুই ছেলে, এক মেয়ে, তিন নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফরিদা খন্দকারের মৃত্যুতে বিমান বাহিনীর প্রধান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি সমবেদনা জানিয়ে বলেন, তার মরহুমার আত্মার শান্তি কামনা করি। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একজন বৈমানিকের জীবনসঙ্গিনী হিসেবে ফরিদা খন্দকারের জীবন ছিল নীরব ত্যাগ, সাহস, অদম্য শক্তি ও অফুরন্ত ধৈর্যের এক অনন্য উদাহরণ।

এছাড়া আগামী বুধবার (১১ জুন) বাদ আসর বিএএফ শাহীন মসজিদে ফরিদা খন্দকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিএএফ শাহীন কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #উপ-সর্বাধিনায়ক #স্ত্রী ফরিদা খন্দকার #মারা গেছে