বিনোদন

নতুন চরিত্রে জয়ার চমক, ট্রেলার দেখে মুগ্ধ অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক

দুই বাংলার প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান আবারও আলোচনায়। প্রতিবারের মতো এবারও তিনি হাজির হয়েছেন এক ভিন্ন রূপে। নতুন ছবি ‘ডিয়ার মা’-তে তিনি প্রথমবারের মতো মায়ের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী।

গেল বৃহস্পতিবার (০৩ জুলাই) ছবিটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে অনলাইনে। তিন মিনিট ত্রিশ সেকেন্ডের এই ট্রেলারে ফুটে উঠেছে এক মা ও তার মেয়ের জটিল সম্পর্কের আবেগঘন গল্প। জয়ার সংবেদনশীল অভিনয় দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে কয়েকগুণ।

এই আগ্রহে নতুন মাত্রা যোগ করেছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। তিনি ছবিটির ট্রেলার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে পরিচালক অনিরুদ্ধকে উদ্দেশ করে লেখেন, ‘টোনি দা… সবসময় তোমার পাশে আছি, শুভকামনা রইল।’

অমিতাভের এই পোস্ট দেখে আবেগাপ্লুত জয়া আহসান নিজেও তা শেয়ার করেন এবং লেখেন, ‘শুক্রবারটা একটু হাসি দিয়ে শুরু হলো। অমিতাভ বচ্চন স্যার ‘ডিয়ার মা’ ছবির ট্রেলার শেয়ার করেছেন। স্যারের এই শুভকামনার জন্য আমি কৃতজ্ঞ।’

আগামী ১৮ জুলাই মুক্তি পেতে যাচ্ছে ‘ডিয়ার মা’। এর আগে ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জয়া। 

সিনেমাটির মূল চরিত্রে রয়েছেন জয়া আহসান ও চন্দন রায় সান্যাল। পাশাপাশি দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায় ও মালয়ালম অভিনেত্রী পদ্মপ্রিয়া জনকীরামন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #জয়া আহসান #জয়া #অমিতাভ #ডিয়ার মা